হোম > সারা দেশ > রাজশাহী

ঈশ্বরদীতে নবনির্মিত অক্সিজেন প্ল্যান্ট পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

ঈশ্বরদীতে নবনির্মিত অক্সিজেন প্ল্যান্ট পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সাইদুর রহমান। ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য নবনির্মিত প্রেসার সুইং অ্যাডসর্পশন (পিএসএ) অক্সিজেন প্ল্যান্ট পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়) অধ্যাপক ডা. সাইদুর রহমান। গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা থেকে দেড়টা পর্যন্ত তিনি প্ল্যান্টটি পরিদর্শন করেন এবং স্বাস্থ্যখাতে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের সব নাগরিকের জন্য টেকসই ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় গ্লোবাল ফান্ডের আর্থিক সহায়তায় স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের ২৪ জেলার ২৯টি হাসপাতালে বাতাস প্রসেসিংয়ের মাধ্যমে অক্সিজেন তৈরির প্ল্যান্ট স্থাপন করেছে। পাবনা জেলার মধ্যে একমাত্র ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। গত ২৩ ডিসেম্বর প্ল্যান্টটির অবকাঠামো, যন্ত্রপাতি ও আনুষঙ্গিক সামগ্রী হস্তান্তর করা হয়।

প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ন্যাশন্স অফিস ফর প্রজেক্ট সার্ভিসের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার মো. হাসান আলী জানান, বাতাস প্রসেসিংয়ের মাধ্যমে নাইট্রোজেন গ্যাস আলাদা করে এই প্ল্যান্টে অক্সিজেন তৈরি করা হবে। পরে তা হাসপাতালের রোগীদের জন্য সরবরাহ করা হবে, যা বাইরের অক্সিজেন সরবরাহের ওপর নির্ভরশীলতা কমাবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন—পাবনার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী আহসান, প্রকল্প ব্যবস্থাপক ইনফয়েজ হায়দার, ডেপুটি প্রজেক্ট ম্যানেজার মো. হাসান আলী, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শন শেষে ডা. সাইদুর রহমান বলেন, ‘এই প্রযুক্তিকে দেশব্যাপী বিস্তৃত করার মাধ্যমে স্বাস্থ্য অবকাঠামো শক্তিশালী করতে চাই। এটি রোগীদের জন্য উন্নত সেবা নিশ্চিত করবে এবং বাইরের অক্সিজেনের উপর নির্ভরশীলতা কমাবে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, অক্সিজেন প্ল্যান্টের আনুষ্ঠানিক হস্তান্তর হলেও তা চালু করতে কিছুটা সময় লাগবে। বিদ্যুৎ সাব-স্টেশন স্থাপন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ এখনো বাকি রয়েছে।

কামারখন্দে ট্রেনের ধাক্কায় নারী নিহত

সিরাজগঞ্জ থেকে অপহরণ করে যশোরে বিক্রি হওয়া শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

নাটোরে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক, দোকানপাট বন্ধ

রাজশাহীতে দুর্ঘটনায় জামায়াতের শিক্ষাসফরের দুই বাস, ৩ কর্মী নিহত, আহত ৪০

নাটোরে কলেজশিক্ষকের হাত ভেঙে দেওয়া ২ বিএনপি কর্মী আটক

চিকিৎসা দিচ্ছেন ফার্মাসিস্ট, ওষুধ-সরঞ্জাম চুরি

রাজশাহীতে ছাদ থেকে পড়ে যুক্তরাষ্ট্রপ্রবাসী নারীর মৃত্যু

অতিরিক্ত ভাড়া আদায়ে তিন পরিবহনকে জরিমানা

বগুড়ায় থানা থেকে ফেরার পথে আ.লীগ নেতাকে ছুরিকাঘাত

নাটোরে কলেজশিক্ষকের দুই হাত ভেঙে দিলেন বিএনপি কর্মীরা