হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

হেরোইন বহনের দায়ে সিরাজগঞ্জে এক ব্যক্তির যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইন রাখার দায়ে আব্দুল্লাহ শাহ (৪০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এই আদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল্লাহ শাহ রাজশাহীর গোদাগাড়ী থানার ভাটোপাড়া গ্রামের বাসিন্দা।

জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুর রহমান ও স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০২১ সালের ৯ জুলাই সিরাজগঞ্জের সলঙ্গায় শামীম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে মাদকবিরোধী অভিযান চালায় র‍্যাব। এ সময় আব্দুল্লাহ শাহ নামের এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা তাঁকে আটক করেন। পরে তাঁর দেহ তল্লাশি করে ৩২১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় র‍্যাবের ডিএডি মোশতাক আহম্মেদ বাদী হয়ে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

মামলা চলাকালে সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ আব্দুল্লাহ শাহকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার