হোম > সারা দেশ > পাবনা

ক্র্যাচ কার্ড দিয়ে প্রতারণা, ১০ যুবক কারাগারে

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

ক্র্যাচ কার্ড দিয়ে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে পাবনার ভাঙ্গুড়ায় ১০ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার আদালতের মাধ্যমে তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে রোববার রাতে উপজেলার নৌবাড়ীয়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

তারা হলেন–সোহাগ ইসলাম (২৫), রানা হামিদ (২২), মিলন হোসেন (২৮), হাসান আলী (২৬), রাসেল ইসলাম (২৪), ফারুক হোসেন (১৯), জনি হোসেন (২২), শ্রী সুমন (৩৬), সাখাওয়াত হোসেন শান্ত (২০) এবং শাকিল আহমেদ (২৭)। তাঁদের সবার বাড়ি রাজশাহী জেলার বাঘা ও চারঘাট উপজেলার বিভিন্ন গ্রামে। 

পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাতে উপজেলার নৌবাড়ীয়া গ্রামে ক্র্যাচ কার্ডের মাধ্যমে মানুষের কাছ থেকে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয় কয়েকজন ব্যক্তি। এমন তথ্যের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান পরিচালনা করেন। পরে সেখান থেকে ১০ যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়। 

এ সময় তাঁদের কাছ থেকে নগদ ১৫ হাজার ২০০ টাকাসহ ছয়টি এলইডি মনিটর, ছয়টি গ্যাসের চুলা, একটি রাইচ কুকার, ছয়টি ব্লেন্ডার, পাঁচটি স্পিকার, সাতটি স্কুলব্যাগ ও ১৩০টি ক্র্যাচ কার্ড উদ্ধার করা হয়। 

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার যুবকেরা ক্র্যাচ কার্ডের মাধ্যমে প্রতারণা করে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে। আজ তাঁদের আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।’

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত