হোম > সারা দেশ > বগুড়া

শিবগঞ্জে বাসচাপায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নিহত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে বাসচাপায় পুলিশের এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মোকামতলা পল্লী বিদ্যুৎ অফিসের দক্ষিণে মুরাদপুর এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হলেন মো. আবু মোকাদ্দেম আলী (৫৯)। তাঁর বাড়ি দিনাজপুর সদর উপজেলায়। তিনি পরিবারসহ বগুড়ার জলেশ্বরীতলা এলাকায় থাকতেন। আবু মোকাদ্দেম সর্বশেষ বীরগঞ্জ সার্কেল অফিসে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান। তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয় আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ওসি মনোয়ারুজ্জামান জানান, মোকাদ্দেম আলী মোটরসাইকেলে করে দিনাজপুর থেকে বগুড়ায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা অজ্ঞাত একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মোকাদ্দেম আলী পরিবারসহ বগুড়ার জলেশ্বরীতলা এলাকায় থাকতেন বলে জানান ওসি মনোয়ারুজ্জামান। তিনি বলেন, গত বছর তিনি চাকরি থেকে অবসর নিয়েছিলেন। মোকাদ্দেম আলী সর্বশেষ বীরগঞ্জ সার্কেল অফিসে কর্মরত ছিলেন।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার