দুই দোকানের মাঝে সরু গলিতে আটকা পড়ে কাতরাচ্ছিল একটি কুকুর। অনেক চেষ্টা করেও কুকুরটি বের হতে পারছিল না। স্থানীয় কয়েকজন যুবক চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে দোকানের দেয়াল কেটে কুকুরটিকে জীবন্ত উদ্ধার করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে নাটোরের বাগাতিপাড়ার বিহারকোল বাজারে এ ঘটনা ঘটেছে। বিষয়টি এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি করেছে।
বাজারের দোকানিরা জানান, বেলা ১১টার দিকে সাত্তার মার্কেটের দেয়াল ও অপর দিকের রকি কণ্ডুর দোকানের দেয়ালের ফাঁকে একটি কুকুর আটকা পড়ে কাতরাচ্ছিল। অনেক চেষ্টা করেও কুকুরটি বের হতে পারছিল না। পরে স্থানীয় কয়েকজন যুবক চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে উপায় না পেয়ে দয়ারামপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একটি টিম এসে দোকান ঘরের দেয়ালের কিছু অংশ কেটে কুকুরটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে।
দোকানি রকি কণ্ডু বলেন, ‘দুই দেয়ালের মাঝের স্থানটি খুবই সরু। সেখানে কুকুরটি ঢুকল কীভাবে বুঝতে পারছি না। শেষ পর্যন্ত দেয়াল কেটে হলেও জীবিত অবস্থায় উদ্ধার করতে পারা গেছে, তাই ভালো লাগছে।’
দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মঞ্জুরুল আলম বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একটি টিম। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় কংক্রিটের দোকানঘরের কিছু অংশ কেটে কুকুরটিকে জীবিত উদ্ধার করা হয়েছে।’