নাটোর প্রতিনিধি
নাটোর চিনিকলের অবসরপ্রাপ্ত ৩৮৫ জন কর্মকর্তা-কর্মচারীসহ শ্রমিকদের পেনশন ও গ্র্যাচুইটি পাওনা ৪৯ কোটি টাকা পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
আজ রোববার সকালে চিনিকল গেটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করেন অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির সদস্যরা। এ সময় বক্তব্য দেন সংগঠনের সভাপতি ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ শ্রমিকেরা।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে ক্ষতিপূরণসহ শতভাগ গ্র্যাচুইটির অর্থ পরিশোধ ও সরকার নির্দেশিত বিভিন্ন ভাতা পরিশোধের দাবি জানান।
সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘২০১৪ সালে মিল থেকে অবসর নেওয়ার আট বছর পেরিয়ে গেলেও শ্রমিক-কর্মচারীরা তাঁদের প্রাপ্য পাওনা পাচ্ছেন না। টাকার অভাবে অনেক কর্মচারী মানবেতর জীবন-যাপন করে মারা গেছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে জীবন ধারণ করা কষ্টকর হয়ে গেছে। তাই অবিলম্বে পাওনা পরিশোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি।’