বাল্যবিবাহ দেওয়ার অপরাধের বরের মাকে দশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার রাতে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে বউভাত অনুষ্ঠানে এ অর্থদণ্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির বরের মা শামসুন্নাহারকে এই অর্থদণ্ড দেন।
মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল ও আদালত সূত্র জানায়, গত দুই মাস আগে বোয়ালিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামের লিটন ও শামসুন্নাহার দম্পতি ছেলে মোফাখখারুল ইসলাম সোহাগের সঙ্গে ১০ম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর বিয়ে হয়। গত সোমবার দুর্গাপুর এলাকায় তাঁদের বউভাত অনুষ্ঠান আয়োজন ছিল। বিষয়টি স্থানীয় বাসিন্দারা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরকে খবর দেন। এ অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ওই বউভাত অনুষ্ঠানে এসে বাল্যবিবাহের অভিযোগের সত্যতা পান। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির বরের মাকে অর্থদণ্ড দেন।