হোম > সারা দেশ > বগুড়া

বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ছেলের মৃত্যু

বগুড়া প্রতিনিধি

বিজয় দিবস উপলক্ষে সকালে মসজিদের ছাদে জাতীয় পতাকা উত্তোলন করতে যান মুয়াজ্জিন মোফাজ্জল হোসেন। এ সময় ছাদের ওপরে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন তিনি। তাঁকে বাঁচাতে গিয়ে ছেলেও বিদ্যুতায়িত হন। কিন্তু বাবা গুরুতর আহত হলেও ঘটনাস্থলেই ছেলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ শুক্রবার সকাল ৭টার দিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দীঘকান্দি তরফদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

মৃত যুবকের নাম সাফি উদ্দিনের (৩৫)। তিনি উপজেলার দীঘলকান্দি তরফদারপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে (৬০)। মোফাজ্জল দীঘলকান্দি তরফদারপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন। আহত মোফাজ্জল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

এ বিষয়ে সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) খোকন দাস বলেন, ‘মহান বিজয় দিবস উপলক্ষে সকালে মসজিদের ছাদে জাতীয় পতাকা উত্তোলন করতে যান মোফাজ্জল হোসেন। একপর্যায়ে ছাদের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন তিনি। এ দৃশ্য দেখে বাবাকে বাঁচাতে যান ছেলে সাফি। তখন সাফি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। বাবা মোফাজ্জল হোসেন প্রাণে বাঁচলেও গুরুতর আহত হন ছেলে।’

এসআই খোকন আরও বলেন, ‘মোফাজ্জল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়েছে তাঁর স্বজনেরা এবং ছেলে সাফি উদ্দিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের