হোম > সারা দেশ > রাজশাহী

চাঁদা না দেওয়ায় রাজশাহীতে মসজিদের ইমামকে কুপিয়ে জখম 

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

এক লাখ টাকা চাঁদা না দেওয়ায় রাজশাহীর দুর্গাপুরে আজিম উদ্দীন (৫৫)  নামে মসজিদের এক ইমামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আজ  বৃহস্পতিবার উপজেলার কুহাড় গ্রামে এ ঘটনা ঘটে।   

আহত মসজিদের ইমামকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

আহত ইমাম আজিম উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে মসজিদে যাওয়া সময় কুহাড় গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান আয়নালের লোকজন পূর্বের শত্রুতার জের ধরে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় চেয়ারম্যানের লোক একই এলাকার আলী, নবী ও আলীর ছেলে সালাউদ্দিনসহ অজ্ঞাত ১০-১২ জন আমার ওপর অতর্কিত হামলা চালায়।

‘পরে চাঁদা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তারা আমাকে বেঁধে রেখে নির্যাতন চালায়। সেনাবাহিনী ও দুর্গাপুর থানা-পুলিশকে খবর দিলে তারা আমাকে আহত অবস্থায় উদ্ধার করে।’  

তিনি আরও বলেন, ‘এর আগে গতকাল বুধবার সাবেক ইউপি চেয়ারম্যান আইনালের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ এনে গণমাধ্যমকর্মীদের কাছে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার কারণে তারা আমার ওপর আরও বেশি ক্ষুব্ধ হয়ে অমানবিক নির্যাতন চালায়।’  

তবে অভিযুক্ত সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান আয়নাল বলেন, ‘এলাকায় চাঁদাবাজি হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা। গত কয়েক দিন আগেও আমার নামে চাঁদাবাজির নিউজ হয়েছে। আমি পত্রিকায় তার প্রতিবাদ দিয়েছি। এ ছাড়া আজ বৃহস্পতিবার মসজিদের ইমামকে মারধরের ব্যাপারে আমি কিছুই জানি না। কারণ, আমি এখন সিলেটে অবস্থান করছি। আমি বাসায় নাই।’ 

এ বিষয়ে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলার কুহাড় গ্রামে মসজিদের এক ইমামকে আটকে নির্যাতনের খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় হামলার সঙ্গে জড়িত নবী নামে একজনকে আটক করা হয়েছে।’ তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন