সিরাজগঞ্জের তাড়াশে রাস্তায় ফেলে যাওয়া খাদ্যবান্ধব কর্মসূচির ২১ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার দুপুরে উপজেলার পৌষার এলাকায় রাস্তা থেকে চালের বস্তাগুলো উদ্ধার করা হয়।
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউএনও বলেন, ‘তাড়াশ উপজেলার পৌষারে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হচ্ছিল। নিয়ম লঙ্ঘন করে কর্মসূচির চাল পাইকারেরা ক্রয় করছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালাতে যাচ্ছিলাম। যাওয়ার পথে রাস্তায় একটি ভ্যানে ২১ বস্তা চাল পাওয়া যায়। চালগুলো জব্দ করে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়েছে। এগুলো মাদ্রাসায় বিতরণ করা হবে।’