চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর ইউনিয়নের তেঁতুলতলায় রুমানা নামের (১৩ মাস বয়সী) এক শিশু বাড়ির আঙিনায় পানি রাখার চাড়িতে পড়ে মারা গেছেন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত রুমানা ওই এলাকার বাসিন্দা রাসেলের মেয়ে।
পরিবার ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরের কোন এক সময় পরিবারের অগোচরে শিশুটি হামগুড়ি দিয়ে বাড়ির আঙিনায় রাখা পানির চাড়িতে পড়ে ডুবে মারা যান। পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু মৃত্যুর ঘটনায় গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।