সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গায় আমবোঝাই ট্রাক ও গরুবাহী পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছে। এ সময় তিনটি গরুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন গাইবান্ধা জেলার হাসিলকান্দি গ্রামের সবুর হোসেনের ছেলে রাব্বি (২৫), গাইবান্ধা সদরের ফুলকড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে সুজন (২৭), নাটোর জেলার বাগাতিপাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে রানা (৩৫) এবং একই গ্রামের শরীফুল ইসলামের ছেলে আয়েন (৪)।
ওসি আরও বলেন, ঈদের আগে গরু নিয়ে ঢাকায় গিয়েছিলেন ব্যাপারী রানা। অবিক্রীত গরু নিয়ে আজ তিনি নাটোরে ফিরছিলেন। সকালে সড়ক দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়। তবে নিহতদের মধ্যে পিকআপ ভানের চালক ও হেলপার রয়েছেন। তাঁদের চিহ্নিত করা যায়নি।