Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বাঘায় পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ ২ শিশু

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

বাঘায় পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ ২ শিশু

রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া মানিকের চের (মসজিদের ঘাটে) এ ঘটনা ঘটে। 

নিখোঁজ দুই শিশু হলো কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাংলাবাজারচর এলাকার বাসিন্দা আবুল কাশেম মণ্ডলের মেয়ে জান্নাতী খাতুন (৯) এবং চুয়াডাঙ্গার জয়দেবপুরের পাটঘাট গ্রামের মনির উদ্দিনের মেয়ে ঝিলিক খাতুন (১০)। নিখোঁজ দুই শিশুদের উদ্ধারে রাজশাহী সদর ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল কাজ করছে। 

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, ‘খবর পাওয়া মাত্রই ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।’ 

এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া চরের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রহমান জানান, যারা নিখোঁজ হয়েছিল, তারা আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে এসেছিল। স্থানীয়রা খোঁজাখুঁজি করে উদ্ধার করতে পারেনি। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস এবং চারঘাট নৌ পুলিশকে খবর দেওয়া হয়েছে। এটি দুর্গম চর হওয়ায় ডুবুরি দলের পৌঁছাতে একটু সময় লেগেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার অভিযান শুরু করেছে। 

এ বিষয়ে চারঘাট নৌ পুলিশের পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে রওনা পুলিশ পাঠানো হয়েছে।

ট্রাভেল এজেন্সি নিবন্ধন খসড়া আইন সংশোধনের দাবি

রাজশাহী সিটি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল-শিবির হাতাহাতি

রুয়েটের ভর্তি পরীক্ষা এক দিন এগিয়ে ২২ জানুয়ারি

রাজশাহী ওয়াসা: কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন

আরডিএ কমপ্লেক্স চায় জুলাই ছাত্র পরিষদ

রাজশাহীতে জজের পরিবারের ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন

নবান্ন উৎসব উপলক্ষে নারীদের ধান কাটার প্রতিযোগিতা

রাবিতে মুখে লাল কাপড় বেঁধে বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবি

রাজশাহী বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাস করলেন ৫৩ শিক্ষার্থী

রুয়েটের ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারি