হোম > সারা দেশ > রাজশাহী

নাশকতার আসামি যুবদল নেতাকে না পেয়ে শ্বশুরবাড়ি ভাঙচুরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

বগুড়া প্রতিনিধি

বগুড়ার গাবতলীতে মুক্তিযোদ্ধার বাড়িতে আসামি খুঁজতে গিয়ে ঘরের দরজা ও টিনের বেড়া ভাঙচুরে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। 

গতকাল বৃহস্পতিবার রাতে গাবতলী উপজেলার চাকলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানের বাড়িতে ভাঙচুর চালানো হয়। 

মুক্তিযোদ্ধা মজিবর রহমানের জামাই গুলজার রহমান নাড়ুয়ামালা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং ইউপি সদস্য। 

১৩ ডিসেম্বর গাবতলী থানা মোড়ে বিএনপির মিছিল থেকে ককটেল বিস্ফোরণে তিন পুলিশ আহত হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে তাঁর নামে মামলা করেছে। 

বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে গাবতলী থানা-পুলিশের ১৫-২০ জনের একটি দল বাড়ির টিনের বেড়া এবং দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর সবাইকে ঘুম থেকে ডেকে তুলে গুলজারের খোঁজ করে।’ তিনি আরও বলেন, ‘পুলিশ সদস্যরা আমাকে বারবার ধমক দিয়ে জামাই কোথায় আছে জানতে চায়? তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাকে লাঞ্ছিত করে চলে যায়।’ 

যুবদল নেতা গুলজার রহমান বলেন, ‘গত ১১ ডিসেম্বর রাতে পুলিশ চাকলা গ্রামে আমার বাড়িতে যায়। আমাকে না পেয়ে আমার ছোট ভাই বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের ছাত্র রেজা মিয়াকে ধরে নিয়ে যায়। এ সময় পুলিশ বাড়ির উঠানে রান্না জায়গায় রাখা চুলা ও হাঁড়ি-পাতিল ভাঙচুর করে। পরে অটোরিকশা ভাঙচুরের মামলায় চালান করে।’ তিনি আরও বলেন, ‘আমার ভাই লেখাপাড়ার পাশাপাশি ওয়ালটন শো-রুমে চাকরি করে। তার নামে কোনো মামলা ছিল না।’ 

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘মুক্তিযোদ্ধার বাড়িতে আসামি ধরতে গিয়ে ভাঙচুরের ঘটনা জানা নাই।’ তিনি বলেন, ‘আসামি ধরতে গিয়ে ভাঙচুর করার কথা না।’

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের