হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ার শেরপুরে চাকুর ভয় দেখিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনতাই

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  

প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে আঞ্চলিক সড়কে এক মোটরসাইকেল আরোহীর গলায় ধারালো চাকু ধরে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শেরপুর-কাজীপুর আঞ্চলিক সড়কের বোয়ালকান্দি জোড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার শাহ জামাল পেশায় একজন ট্রাক্টর ব্যবসায়ী। তাঁর বাড়ি উপজেলার খামারকান্দি ইউনিয়নের বোয়ালমারী গ্রামে। এ ঘটনায় মঙ্গলবার রাতেই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

ভুক্তভোগী মো. শাহ জামাল বলেন, ধুনট থেকে ২০ হাজার টাকা নিয়ে ছোট ভাই মো. রকিসহ মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। বোয়ালকান্দি জোড়া ব্রিজের কাছে পৌঁছালে ৫-৬ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় গলায় ধারালো চাকু ধরে তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের পর তারা দুটি মোটরসাইকেলে করে দ্রুত শেরপুর শহরের দিকে পালিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার