হোম > সারা দেশ > বগুড়া

ধর্ষণে প্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ, তরুণ গ্রেপ্তার

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়া এক বুদ্ধি প্রতিবন্ধী নারী (২৫) ধর্ষণের শিকার হয়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় গতকাল সোমবার সন্ধ্যায় ওই নারীর ছোট ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই রাতে মামলার একমাত্র আসামি ফরহাদ হোসেনকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ। 

থানা-পুলিশ গতকাল রাতে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার একমাত্র আসামি ফরহাদ হোসেনকে (১৯) বগুড়া শহর থেকে গ্রেপ্তার করেছে। 

তরুণকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘গতকাল রাতে বগুড়া শহর থেকে ফরহাদকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে ওই নারীকে জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়।’ 

মামলা থেকে জানা গেছে, বুদ্ধি প্রতিবন্ধী ওই নারী স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর থেকে ধুনট উপজেলার একটি গ্রামে বাবার বাড়িতে বসবাস করছেন। গত ১৩ এপ্রিল রাতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ওই নারী শোয়ার ঘর থেকে বের হন। এ সময় ফরহাদ ওই নারীকে ছুরি দেখিয়ে বাড়ির পাশের খড়ের গাদায় নিয়ে ধর্ষণ করেন। 

ধর্ষণের পর বিভিন্ন হুমকি দেওয়ায় ওই নারী পরিবারের লোকজনকে কিছুই বলেননি। এদিকে ধর্ষণের পাঁচ মাস পর ওই নারীর শারীরিক পরিবর্তন হয় এবং অসুস্থ হয়ে পড়েন। গত ১৭ সেপ্টেম্বর পরিবারের সদস্যরা তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেন। সেখানকার চিকিৎসক জানান ওই নারী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। মামলায় এসব বিষয় উল্লেখ করা হয়েছে। 

অন্তঃসত্ত্বা বিষয়ে পরিবারের লোকজনকে ওই নারী জানান, তাঁকে ফরহাদ ধর্ষণ করেছেন। এই ঘটনায় তাঁর ছোট ভাই বাদী হয়ে গতকাল সন্ধ্যার দিকে ফরহাদ হোসেনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন বলে জানায় পুলিশ।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার