Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

মোটরসাইকেল–ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল কিশোরের 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মোটরসাইকেল–ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল কিশোরের 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর (১৬) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। গতকাল সোমবার রাতে শিবগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত সাব্বির হোসেন (১৬) শিবগঞ্জ পৌর এলাকার রসুলপুর মহল্লার মৃত শাহলাল আলীর ছেলে। আহতরা হলো একই এলাকার নিলয় (১৬) ও ইয়াকুব আলী (১৯)। আজ মঙ্গলবার শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে শিবগঞ্জ বাজার থেকে একই মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন সাব্বিরসহ তিন কিশোর। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাব্বির হোসেন মারা যান। আহত দুই কিশোরকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

শিবগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। আহত দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাবির ছাত্রী হলে আসন বণ্টনসহ নানা অনিয়ম নিরসনের দাবিতে অবস্থান, বিক্ষোভ

জয়পুরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

রাবিতে অ্যাডহকে নিয়োগপ্রাপ্তদের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

ছাত্র আন্দোলনের বিরোধিতা করা রুয়েটের ৪ শিক্ষক-কর্মকর্তার গুরুদণ্ড

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি দাবি: ভিসির আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

টিসিবির পণ্যবাহী ট্রাক আসতে দেরি, মানুষের হুড়োহুড়ি-সংঘর্ষ

রাবিতে নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের

সাদাপোশাকে তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে এএসআইকে আটকাল জনতা

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত