হোম > সারা দেশ > রাজশাহী

পাবনায় ছাত্রদলের নেতা-কর্মীদের মারামারি, ভাঙচুর

পাবনা প্রতিনিধি

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৫, ১৬: ৩২
পাবনায় ছাত্রদলের নেতা কর্মীদের মারামারি। আজকের পত্রিকা

পাবনায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা–সমাবেশে মারামারি ও ভাঙচুরে জড়িয়েছেন নেতা-কর্মীরা। এ সময় কয়েকজন আহত হয়েছেন। আজ বুধবার শহরের গোপালপুর বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়। সকাল থেকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা।

শোভাযাত্রা শুরুর আগে বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মারামারি হয়। এ সময় নেতা-কর্মীরা দিগ্‌বিদিক ছুটোছুটি করতে থাকেন। পরে ছাত্রদল ও বিএনপি সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

পাবনায় ছাত্রদলের নেতা কর্মীদের মারামারি। আজকের পত্রিকা

মারামারিতে জড়িয়ে পড়া নেতা-কর্মীরা ঘটনাস্থল থেকে সটকে পড়ায় তাঁদের নাম–পরিচয় জানা যায়নি। এ ঘটনায় কয়েকজন আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁদেরও নাম-ঠিকানা জানা যায়নি।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘সেই সময় (মারামারির সময়) আমরা ফাঁকে ছিলাম, আমরা ঘটনা বুঝতে পারি নাই। কারা কী নিয়ে মারামারি করল আমরা খোঁজখবর নিচ্ছি। খবর পেলে আপনাকে জানাব।’

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘তেমন কোনো ঘটনা নয়, একটু ধাক্কাধাক্কি লেগেছিল। পরে নেতারা ঠিক করে দিয়েছে।’

বিদ্যালয়ে সভাপতি পদ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

গভীর নলকূপের অপারেটর নিয়োগে অনিয়মের অভিযোগ, বিএমডিএ অফিস ঘেরাও

নাটোর-বগুড়া মহাসড়কে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

১৫ পুলিশ হত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস কারাগারে