হোম > সারা দেশ > রাজশাহী

আটঘরিয়ায় আমগাছ থেকে সরকারি কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার আটঘরিয়ায় ইসাহাক আলী (৪৬) নামের এক সরকারি কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে আটঘরিয়া পৌরসভার উত্তরচক গ্রামের সঞ্জিত সরকারের আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই এলাকাতেই তাঁর বাড়ি এবং তিনি ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসের অফিস সহায়কের চাকরি করতেন।প্রাথমিকভাবে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

এ নিয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ওই ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিজীবনে হতাশার কারণে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পরই তাঁর মৃত্যুর সঠিক কারণ জানানো যাবে।’

পারিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সোমবার রাতেও তিনি বাড়িতে ছিলেন। ভোরে স্থানীয় এক কৃষক তাঁকে সঞ্জিত সরকারের আমবাগানের একটি গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। ওই কৃষক তাঁদের খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন