হোম > সারা দেশ > রাজশাহী

কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার ধাতালপাড়া বরেন্দ্র অ্যাগ্রো পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম আল আমিন (২১)। তিনি উপজেলার পাতাড়ী ইউনিয়নের শিমুলডাঙ্গ গ্রামের আব্দুল মান্নানের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে একটি মোটরসাইকেল ভাড়া নিয়ে আজ সকালে পত্নীতলা উপজেলার নজিপুরে যায় আল আমিন। দুপুরে নজিপুর থেকে সাপাহারে ফেরার পথে ধাতালপাড়া বরেন্দ্র অ্যাগ্রো পার্ক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাঁকে ধাক্কা দেয়। এ সময় সড়কে পড়ে গেলে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আল আমিন।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সাপাহার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সাপাহার থানার ওসি হুমায়ুন কবির বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তার করা হয়েছে।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার