আদমদীঘি ও বগুড়া প্রতিনিধি
বগুড়ার আদমদীঘিতে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের পূর্ব পাশের বট গাছের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান
ওসি হাবিবুর বলেন, রোববার বেলা ১২টার দিকে অজ্ঞাত ওই ব্যক্তি রেললাইনের পাশে একটি পুকুরে গোসল দিয়ে বট গাছের নিচে বসেছিলেন। কিছুক্ষণ পর সেখানে তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
ওসি হাবিবুর আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থজনিত কারণে তিনি মারা গেছেন। তাঁর পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চালানো হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।