Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে কৃষক লীগের যুগ্ম সম্পাদক টুটুলকে স্থায়ীভাবে বহিষ্কার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে কৃষক লীগের যুগ্ম সম্পাদক টুটুলকে স্থায়ীভাবে বহিষ্কার

চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক মেসবাউল হক টুটুলকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গত ৬ অক্টোবর কৃষক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি স্বাক্ষরিত এক পত্রে তাঁকে বহিষ্কার করা হয়। পত্রটি জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, কৃষক লীগের সভাপতি-সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।

জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল আজকের পত্রিকাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে শূন্য হওয়া পদটি পূরণ করা হবে।’

চিঠিতে উল্লেখ করা হয়, ২০২২ সালের ৫ ডিসেম্বর জেলা কৃষক লীগের সম্মেলনের দিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আব্দুল ওদুদের হুজরাপুরের বাড়িতে হামলা হয়। এ ঘটনায় অভিযুক্ত করে হামলার ভিডিও ফুটেজ তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু মেসবাউল হক টুটুল কোনো উত্তর দেননি।

এ ছাড়া গত ২৭ রমজান জেলা যুবলীগ নেতা ও শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেমকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ কেন্দ্রীয় কমিটির কাছে আসে। এর পরিপ্রেক্ষিতে সংগঠনের ২৪ এর (ক) ধারায় সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করাই তাঁকে কৃষক লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। বর্তমানে ওই হত্যা মামলায় তিনি কারাগারে আছেন।

স্কুলে বই বিতরণকালে দুপক্ষের সংঘর্ষ, খালি হাতে ফিরল শিক্ষার্থীরা

মানববন্ধনের প্রস্তুতিকালে হামলা, পুলিশসহ আহত ৫

বাটার মোড়ের জিলাপি ছাড়া ইফতারই অপূর্ণ

বিলের মাঝে ৩ কোটির সেতু

২০০ ভাটার ১৯২টিই অবৈধ, নীরব প্রশাসন

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বিএনপি নেতার বিরুদ্ধে মসজিদের চাল আত্মসাতের অভিযোগ তোলায় হামলা, আহত ৫

পাবনায় বালু লুটের অপরাধে ৩ জনের কারাদণ্ড

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভ, রাবি উপাচার্য অবরুদ্ধ

ডোবার পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের