Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

বাগমারা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদ

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

বাগমারা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদ

আওয়ামী লীগের রাজশাহীর বাগমারা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আসাদুজ্জামান আসাদ। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমানে তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। 

গতকাল রোববার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এই ঘোষণা প্রদান করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল নরদাশ ইউনিয়নে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার কারণে আসাদুজ্জামান আসাদকে দায়িত্ব প্রদান করা হয়েছে। 

আসাদুজ্জামান আসাদ এর আগে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হিসেবে উপজেলা পর্যায়ে রাজনীতিতে যাত্রা শুরু করেন। দীর্ঘদিন তিনি কৃষক লীগের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০২০ সালে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তাঁকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়। 

আসাদুজ্জামান আসাদ বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে। আমি সততা, নিষ্ঠা এবং সংগঠনের নিয়ম মেনে দায়িত্ব পালন করে যাব।’ 

পাবনায় বালু লুটের অপরাধে ৩ জনের কারাদণ্ড

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভ, রাবি উপাচার্য অবরুদ্ধ

ডোবার পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

স্নাতকের ফল প্রকাশের আগেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি, তদন্ত কমিটি

দুর্গম চরাঞ্চলে মিলল যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ

শেরপুরে সড়কে ডাকাতির প্রস্তুতি, যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ১০

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

শেরপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালপুরে ইউপি সদস্যকে দুর্বৃত্তদের গুলি, অল্পের জন্য রক্ষা

রাবির ছাত্রী হলে আসন বণ্টনসহ নানা অনিয়ম নিরসনের দাবিতে অবস্থান, বিক্ষোভ