আওয়ামী লীগের রাজশাহীর বাগমারা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আসাদুজ্জামান আসাদ। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমানে তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
গতকাল রোববার রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এই ঘোষণা প্রদান করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল নরদাশ ইউনিয়নে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার কারণে আসাদুজ্জামান আসাদকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
আসাদুজ্জামান আসাদ এর আগে উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হিসেবে উপজেলা পর্যায়ে রাজনীতিতে যাত্রা শুরু করেন। দীর্ঘদিন তিনি কৃষক লীগের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০২০ সালে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তাঁকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়।
আসাদুজ্জামান আসাদ বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে। আমি সততা, নিষ্ঠা এবং সংগঠনের নিয়ম মেনে দায়িত্ব পালন করে যাব।’