হোম > সারা দেশ > নাটোর

বাগাতিপাড়ায় প্রতিমা বিসর্জন পর্যন্ত মাঠে থাকবে আ. লীগের দুই হাজার কর্মী 

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

শারদীয় দুর্গোৎসবে উগ্রপন্থীদের অস্থিতিশীলতা রুখতে নাটোরের বাগাতিপাড়ায় আওয়ামী লীগের প্রায় দুই হাজার কর্মী মাঠে থাকবে। আজ রোববার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দয়ারামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস এ ঘোষণা দেন। 

আব্দুল কুদ্দুস জানান, প্রতিমা বিসর্জন পর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগের প্রায় দুই হাজার কর্মী। এরই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় পূজার সপ্তমীতে নয় শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে আওয়ামী লীগের নেতা কর্মীরা। শোভাযাত্রাটি উপজেলার দয়ারামপুর হতে শুরু হয়। 

আব্দুল কুদ্দুস বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন, ধর্ম যার যার, উৎসব সবার। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের এই বৃহৎ উৎসবকে আমরা ভাগাভাগি করে নিয়েছি। এরপরও একটি গোষ্ঠী বারবার অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করে। চলমান পূজার উৎসবকে নিরবচ্ছিন্ন রাখতে এবং কোনো উগ্র গোষ্ঠী যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে এ কারণে আওয়ামী লীগ কর্মীরা মাঠে থাকবে।

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত