হোম > সারা দেশ > রাজশাহী

সাঁথিয়ায় ফোন পেয়ে রাতে বাড়ি থেকে বের হন বাবু, সকালে মিলল লাশ

পাবনা ও সাঁথিয়া প্রতিনিধি

নছিমনচালক বাবুর লাশ উদ্ধারের খবর পেয়ে এলাকাবাসীর ভিড়। ছবি: আজকের পত্রিকা

পাবনার সাঁথিয়ায় রাতে একজনের ফোন পেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর সকালে বাবু হোসেন (৩৮) নামের এক নছিমনচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বারোআনি ক্যানেলের পাশে পেঁয়াজের খেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। বাবু উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ডহরজানি গ্রামের শহিদুর রহমানের ছেলে।

বাবুর স্ত্রীর বরাত দিয়ে তাঁর ছোট ভাই মনিরুল ইসলাম বলেন, গতকাল বুধবার রাত ১১টার দিকে আরেক নছিমনচালক আব্দুল ওহাব ফকির মোবাইলে ফোন দিয়ে বাবুকে ডেকে নিয়ে যান। এরপর রাতে আর তিনি বাড়ি ফেরেননি। সকালে বারোআনি ক্যানেলের পাশে পেঁয়াজের খেতে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে বাবুর মরদেহ উদ্ধার করে।

বাবুর মৃত্যুর খবরে স্বজনের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

বাবুর চাচাতো ভাই অনিক হাসান বলেন, ‘রাতে বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি ভাবিকে বলে গেছেন, ওহাব ফকির তাঁকে ডেকেছে, সেখানে যাচ্ছেন। তাড়াতাড়ি চলে আসবেন। কিন্তু তিনি আর ফেরেননি। সকালে তাঁর লাশ পাওয়া গেল। আমাদের ধারণা, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে ওহাব ফকির পলাতক রয়েছেন।’

এ বিষয়ে জানতে চাইলে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘কীভাবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর তাঁর মৃত্যুর কারণ জানা যাবে। তার পরও এ ঘটনার সঙ্গে কারা জড়িত থাকতে পারে, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে