হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষার্থীদের জুতাপেটা করার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে কুন্দইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির বেশ কয়েকজন শিক্ষার্থীকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবকেরা আজ রোববার দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বরাবর লিখিত অভিযোগ করেছেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মজিবুর রহমান বলেন, ‘এ বিষয়ে অভিযোগের কপি পেয়েছি। দু-এক দিনের মধ্যে বিষয়টি লিখিত আকারে উপজেলা শিক্ষা অফিসারকে জানাব। তিনি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন।’

অভিভাবক শফিকুল ইসলাম শফি লিখিত অভিযোগে বলেছেন, ‘আমরা কুন্দইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-অভিভাবক। আমার ছেলে এবং অন্য অভিভাবকের ছেলেরা নিয়মিত তৃতীয় শ্রেণির ছাত্র। কুন্দইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশিদা খাতুন গত ৭ নভেম্বর ক্লাস চলাকালে অহেতুক ছাত্রদের জুতা দিয়ে মারধর করেন। এ ধরনের খামখেয়ালি কাজের জন্য তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’

তবে অভিযোগ অস্বীকার করে কুন্দইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশিদা খাতুন বলেন, ‘আমি মানুষ গড়ার কারিগর। আমি ছাত্রদের জুতা দিয়ে পেটাতে পারি না। এই অভিযোগ সত্য নয়। যিনি অভিযোগ করেছেন, তাঁর চাচা জালাল উদ্দিন শিক্ষকদের নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করে পরাজিত হয়েছেন। তাঁর অভিযোগ, আমি তাঁকে ভোট দিইনি। এর পর থেকে তিনি আমার ওপর ক্ষুব্ধ। আর যেদিন ঘটনার তারিখ উল্লেখ করা হয়েছে, সেদিন বা পরদিন অভিযোগ দেওয়া হয়নি। আজ হঠাৎ কেন অভিযোগ করলেন। এটি ষড়যন্ত্র।’

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ