Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে আটক ১

নওগাঁ প্রতিনিধি

প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে আটক ১

নওগাঁর পত্নীতলা উপজেলায় প্রাইমারি স্কুলে চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্রের মাধ্যমে টাকা হাতিয়া নেওয়া প্রতারক চক্রের এক হোতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

আজ রোববার সকালে র‍্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এর আগে শনিবার দুপুরে উপজেলার নজিপুর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মঞ্জুরুল আলম (৩৯)। তিনি নজিপুর মাদ্রাসাপাড়া এলাকার মৃত আলীম উদ্দীনের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫ সাল থেকে মঞ্জুরুল আলম ও রেজাউল করিম একটি প্রতারক চক্রের সিন্ডিকেট হিসেবে কাজ করতেন। যেখানে মঞ্জুরুল আলম মূল হোতা। আর রেজাউল করিম তাঁর সহকারী হিসেবে কাজ করতেন।

২০২০ সালে প্রাথমিক বিদ্যালয়ের চাকরি দেওয়ার জন্য লিপি পারভীন নামে একজনের কাছ থেকে ১০ লাখ টাকা নেয় মঞ্জুরুল। পরে রেজাউল করিমের মাধ্যমে তাঁকে মিথ্যা নিয়োগপত্র দেয়। পরে লিপি পারভীন ঢাকায় ওই চাকরিতে যোগ দিতে গেলে তিনি ভুয়া নিয়োগপত্রের কথা জানতে পেরে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পে অভিযোগ করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মঞ্জুরুলের স্ত্রী প্রাইমারি স্কুলের শিক্ষক। সেই সুযোগ কাজে লাগিয়ে চাকরির প্রলোভন ও মিথ্যা আশ্বাস দিয়ে প্রাইমারি স্কুলে চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে তিনি প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। তাঁর বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলা করা হয়েছে। 

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ রোববার সকালে মঞ্জুর নামের ওই আসামিকে আদালতে সোর্পদ করা হয়েছে।

সমাজসেবার বদলে নিজের সেবা

এইচএসসি পাসেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি!

রাবির ভর্তি পরীক্ষা: রংপুরের পরীক্ষার্থীর আসন চট্টগ্রামে, চট্টগ্রামের পড়েছে ঢাকায়

রাজশাহীতে থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলী মালেকের আয়কর নথি জব্দের নির্দেশ

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত