হোম > সারা দেশ > পাবনা

সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ১১টি ওয়াটার ফিল্টার স্থাপন

মো. মনিরুজ্জামান ফারুক, ভাঙ্গুড়া (পাবনা) 

সুস্থ জীবনের জন্য চাই নিরাপদ খাদ্য ও পানি। নিরাপদ পানি নিশ্চিতে পাবনার ভাঙ্গুড়া পৌরশহরের ১১টি গুরুত্বপূর্ণ জায়গায় ওয়াটার ফিল্টার স্থাপন করেছে পৌরসভা কর্তৃপক্ষ। এমন উদ্যোগে আনন্দিত এলাকাবাসি। 

জানা গেছে, সবার জন্য নিরাপদ ও সুপেয় খাবার পানি নিশ্চিত করার লক্ষে পৌরসভার উদ্যোগে শহরের ১১টি গুরুত্বপূর্ণ জায়গায় ওয়াটার ফিল্টার স্থাপন করা হয়। এর মধ্যে ভাঙ্গুড়া বাজার এলাকায় পাঁচটি ও শরৎনগর বাজার এলাকায় ছয়টি ওয়াটার ফিল্টার স্থাপন করা হয়েছে। এ সকল ওয়াটার ফিল্টার থেকে ঠাণ্ডা ও গরম উভয় খাবার পানিই পাওয়া যাচ্ছে। পানি পান করার জন্য রাখা হয়েছে অনটাইম গ্লাস। ব্যবহৃত গ্লাসগুলো ফেলার জন্য রয়েছে ঝুঁড়ি। 

স্থানীয় সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন ওয়াটার ফিল্টারের উদ্বোধন করেন।

উপজেলার কলকতি গ্রামের ধান ব্যবসায়ী মানিক হোসেন বলেন, ‘এখানে খাবার পানির ব্যবস্থা করায় অনেক সুবিধা হয়েছে।’ 

প্রভাষক হেলাল উদ্দিন খান বলেন, ‘আধুনিক পৌরসভা বিনির্মানে এখানে নাগরিক সেবার যে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে তাঁর মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ সময়োপযোগী সিদ্ধান্ত।’

পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল বলেন, ‘জনস্বার্থে নিরাপদ খাবার পানি পান নিশ্চিত করতে শহরের গুরুত্বপূর্ণ ১১টি জায়গায় ওয়াটার ফিল্টার চালু করা হয়েছে।’

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি