হোম > সারা দেশ > পাবনা

ভাঙ্গুড়ায় সড়ক নির্মাণের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

চলাচলের জন্য একটি সড়ক নির্মাণের দাবিতে পাবনার ভাঙ্গুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার বেতুয়ান জোলাপাড়া গ্রামবাসীর উদ্যোগে স্থানীয় বটতলা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে গ্রামের শত শত নারী-পুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমাদের গ্রামে চলাচলের কোন রাস্তা নাই। অন্যের জমির আইল দিয়ে যাতায়াত করতে হয়। রাস্তা না থাকায় নিজেদের উৎপাদিত কৃষিপণ্য মাথায় করে বহন করতে হয়। পরিবারের কেউ মারা গেলে লাশের খাটিয়া বের করতে পারি না। শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে না। দীর্ঘদিন ধরে জোলাপাড়া গ্রামের মানুষ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। 

ওই গ্রামের বাসিন্দা বেলাল হোসেন খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান অশোক কুমার ঘোষ প্রনো, জয়নুল আবেদিন, রিপন সরকার, ইউপি সদস্য রঞ্জু প্রামাণিক, ইউপি সদস্য আক্কাস আলী, সাবেক ইউপি সদস্য গোলাম আজম চুনু প্রমুখ।

বক্তারা, গ্রামবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে বেতুয়ান জোলাপাড়ার মধ্য দিয়ে চলাচলের জন্য একটি রাস্তা নির্মাণের জোর দাবি জানান।

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে