হোম > সারা দেশ > রাজশাহী

সাবেক উপাচার্যের মেয়ে রাবি শিক্ষক সানজানাকে প্রশাসনের শোকজ

রিপন চন্দ্র রায়, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের মেয়ে এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক সানজানা সোবহানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

গত ২১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বিভিন্ন অভিযোগের ব্যাখা প্রদান করতে অনুরোধ করা হয়েছে।

আজ সোমবার শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম। 
 
মূলত শিক্ষাছুটি বাতিলের আদেশ জারি ও প্রাপ্তির পরেও দেশে না ফিরে অননুমোদিতভাবে বিদেশে অবস্থানের কারণে তাকে শোকজ করা হয়েছে। তবে অভিযুক্ত শিক্ষকের দাবি সকল ধরণের প্রক্রিয়া সম্পন্ন করেই তিনি শিক্ষাছুটিতে গিয়েছেন। 

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘৩১ জুলাই অনুষ্ঠিত ৫২৪তম সিন্ডিকেট সভার ২৫ নম্বর সিদ্ধান্ত অনুযায়ী আপনি কেন শিক্ষাছুটি বাতিলের আদেশ জারি ও প্রাপ্তির পরেও দেশে না ফিরে অননুমোদিতভাবে কোনো অধিকার বলে বিদেশে অবস্থান করছেন, কেন আপনি যথা সময়ে বিভাগে যোগদান করেননি এবং কেন তদন্ত কমিটি ও বিশ্ববিদ্যালয়কে অসহযোগিতা ও অবজ্ঞা করেছেন এবং সিন্ডিকেটের আদেশ অমান্য করে শৃঙ্খলা ভঙ্গ করেছেন তার ব্যাখ্যা প্রদান করার জন্য অনুরোধ করা হলো। এই পত্রের উত্তর প্রাপ্তির পরে আপনার বিভাগে যোগদান বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’ 

শোকজ নোটিশের বিষয়ে সানজানা সোবহান বলেন, ‘আমি শিক্ষা ছুটি সংক্রান্ত সকল নিয়ম মেনেই উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়েছি। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট পূর্ণ বেতনে আমার শিক্ষাছুটিও মঞ্জুর করে। আমার ডিগ্রি শেষ হতে যখন সাত মাস বাকি, তখন হঠাৎ করেই আমাকে জানানো হয়, আমার ছুটি মঞ্জুর হয়নি। অতিসত্বর আমি যেন বিভাগে যোগদান করি। আমি পুনরায় ছুটির আবেদন করি। কিন্তু তারা দীর্ঘদিন আমাকে কোনো ধরনের ফিডব্যাক প্রদান করেনি। ৭ মাস পর তারা জানায়, যে তারা আমার পুনরায় করা ছুটির আবেদনটি আমলে নেয়নি। শিক্ষা ছুটি কাটিয়ে গত ২৫ মে আমি বিভাগে জয়েনও করেছি। এখন দেখছি নানা অভিযোগে অভিযুক্ত করে আমার কাছে ব্যাখ্যা চাওয়া হচ্ছে।’ 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম বলেন, ‘যখন কেউ শিক্ষা ছুটির জন্য আবেদন করেন তখন বিভিন্ন প্রক্রিয়া শেষে একাডেমিক কাউন্সিলের অনুমোদনের পর সিন্ডিকেটে যায়। সানজানা সোবহানের ছুটির আবেদনটি প্রথম ধাপে মঞ্জুর করা হলেও পরবর্তী ধাপে সেটি স্থগিত করা হয়। কিন্তু তিনি ছুটি থেকে আর ফিরে আসেননি এবং বিভাগেও যোগদান করেননি।’ 

তিনি আরও বলেন, ‘মূলত এরই প্রেক্ষিতে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তিনি বিষয়গুলোর ব্যাখ্যা দেবেন। এরপর সেগুলো সিন্ডিকেটে যাবে। সিন্ডিকেটেই পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’ 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই অভিযোগকে উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে সানজানা সোবহান বলেন, ‘আমি সকল ধরনের প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষা ছুটিতে গিয়েছি। তাহলে আমার বিরুদ্ধে তো এমন অভিযোগ আসার কথা না। আমি মনেকরি এটা সম্পূর্ণ ইনটেনশনাল (উদ্দেশ্য প্রণোদিত)। আর এর একটাই কারণ আমি সাবেক উপাচার্যের কন্যা।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন