Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

নির্বাচনী প্রচারে নামার আগে পুলিশের কাছে নিরাপত্তা চাইলেন হিরো আলম

বগুড়া প্রতিনিধি

নির্বাচনী প্রচারে নামার আগে পুলিশের কাছে নিরাপত্তা চাইলেন হিরো আলম

দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণায় নামার আগে পুলিশ সুপারের কাছে নিরাপত্তা চেয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য প্রার্থী আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তিনি বগুড়া পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন।

তিনি বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে ডাব প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। তবে হামলার আশঙ্কায় তিনি এখনো প্রচারণায় নামেননি। আগামীকাল শুক্রবার থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন বলে জানান হিরো আলম। পরে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী ও সংসদ সদস্য প্রার্থী হিরো আলমকে নিয়ে তাঁর সম্মেলনকক্ষে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। 

এ সময় হিরো আলম বলেন, ‘আগামীকাল শুক্রবার থেকে প্রচারণায় নামব। এর আগে আমার ওপরে হামলা হয়েছে। এ জন্য শঙ্কা নিয়ে পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। নির্বাচনী প্রচারণায় বাধা পেলে যাতে কাহালু ও নন্দীগ্রাম থানা-পুলিশ তাৎক্ষণিক সহযোগিতা করতে পারে এ জন্য এখানে আসা।’ 

পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, ‘আশরাফুল আলম একজন সংসদ সদস্য প্রার্থী। ওনার প্রচারণা থেকে শুরু করে নির্বাচন অবধি নিরাপত্তার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। শুধু উনিই নন, বগুড়ার সাতটি সংসদীয় আসনের সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রস্তুত আছে।’

সমাজসেবার বদলে নিজের সেবা

এইচএসসি পাসেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি!

রাবির ভর্তি পরীক্ষা: রংপুরের পরীক্ষার্থীর আসন চট্টগ্রামে, চট্টগ্রামের পড়েছে ঢাকায়

রাজশাহীতে থানা ঘেরাওয়ের পর ওসির বদলি

পাউবোর সাবেক নির্বাহী প্রকৌশলী মালেকের আয়কর নথি জব্দের নির্দেশ

কারাগারে কয়েদিদের সঙ্গে আ.লীগ নেতাদের হাতাহাতির অভিযোগ

২ সন্তানকে বাঁচাতে গিয়ে আগুনে প্রাণ গেল মায়ের

হত্যাচেষ্টা মামলায় সিরাজগঞ্জের সাবেক এমপি আজিজ রিমান্ডে

বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ১৭

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত