সাড়ে ৫ মাস ধরে নিখোঁজ রয়েছেন রাজশাহীর বাঘার রনক হোসেন নামের এক গার্মেন্টসকর্মী। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে নিখোঁজ হন। রনক হোসেন (২১) উপজেলার আড়ানী পৌরসভার মৃত ইয়ার আলী সরদারের ছেলে।
জানা গেছে, রনক হোসেন দীর্ঘদিন ধরে রূপগঞ্জ থানার ফকিরা গার্মেন্টসে কর্মরত ছিলেন। তিনি ১০ জুন সন্ধ্যা ৭টার দিকে গার্মেন্টস ছুটি হলেও বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে ঘটনার চার দিন পর ১৪ জুন রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর ভাই।
রনক হোসেনের মা চম্পা বেগম বলেন, আমার সন্তান সুস্থ ও শান্ত মেজাজের। সকালে বাড়ি থেকে নাশতা করে গার্মেন্টসে কাজে যায়। সন্ধ্যায় গার্মেন্টস ছুটির পর ওই দিন থেকে আর বাড়ি ফেরেনি। তিনি ছেলের সন্ধান চেয়েছেন।
চম্পা বেগম জানান, তার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখ গোল। পরনে গায়ে কালো চেক শার্ট ও জিনসের প্যান্ট ছিল।
আড়ানী পৌরসভার ২ নম্বর গোচর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিল্লুর রহমান বলেন, রনক হোসেন নিখোঁজ হয়েছে। তার সন্ধান চালানো হচ্ছে।
রূপগঞ্জ থানার সহকারী পরিদর্শক (এসআই) বিলায়েত হোসেন বলেন, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি হয়েছে। তাকে উদ্ধারের জন্য বিভিন্ন থানায় ম্যাসেজ দেওয়া হয়েছে।