হোম > সারা দেশ > বগুড়া

আর্থিক সহায়তার কথা বলে হাসপাতাল থেকে নবজাতক চুরি

বগুড়া প্রতিনিধি

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল থেকে চার দিনের এক নবজাতক চুরি হয়েছে। আজ বুধবার দুপুরে গাইনি বিভাগে এ ঘটনা ঘটে।

চুরি হওয়া নবজাতকের মা ইতি বেগম জানান, গত শনিবার তিনি প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরদিন সকালে ছেলে সন্তান প্রসব করেন। ইতি বেগম বগুড়া সদরের বানদিঘী গ্রামের সৈকত হোসেনের স্ত্রী।

ইতি বেগম বলেন, ‘বুধবার দুপুরে এক নারী বলেন ছেলে সন্তান জন্মগ্রহণ করায় সরকার ৫ হাজার টাকা অনুদান দেবে। এ জন্য সন্তানকে নিয়ে নিচে হাসপাতালের বহির্বিভাগে যেতে হবে। আমার বড় বোন রোজিনা বাচ্চাসহ ওই নারীর সঙ্গে নিচতলায় যান। সেখানে আমার বড় বোনকে কিছু কাগজ ফটোকপি করতে দিয়ে ওই নারী বাচ্চা কোলে নিয়ে থাকেন। কাগজ ফটোকপি করে রোজিনা ফিরে এসে দেখেন ওই নারী বাচ্চা নিয়ে পালিয়ে গেছেন।’

শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বলেন, আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি। পুলিশ অনুসন্ধান শুরু করেছে। প্রতারক চক্র  আর্থিক সহায়তার কথা বলে শিশুটিকে চুরি করেছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হচ্ছে।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে