হোম > সারা দেশ > রাজশাহী

কচুরিপানার ভেতর পাশাপাশি ২ যুবকের লাশ

সিরাজগঞ্জ প্রতিনিধি  

প্রতীকী ছবি

নিখোঁজের তিন দিন পর সিরাজগঞ্জের রায়গঞ্জে কচুরিপানার মধ্য থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুজনে লাশ পাশাপাশি পড়ে ছিল। তাঁরা পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

আজ বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের বেড়াদহ বেইলি সেতু এলাকা থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের তোতা শেখের ছেলে হৃদয় শেখ (১৮) ও একই গ্রামের বদিউজ্জামানের ছেলে রিয়াজ শেখ (১৯)।

নিহত হৃদয় শেখের ভাই ইসমাইল হোসেন বলেন, ‘গত রোববার রাত থেকে হৃদয় ও রিয়াজ নিখোঁজ ছিলেন। আমরা আত্মীয়স্বজনের বাড়ি ও বিভিন্ন জায়গায় তাঁদের খোঁজ করি। না পেয়ে পরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি। আজ বিকেলে এলাকার লোকজন আমার ভাইসহ দুজনের লাশ পড়ে থাকতে দেখে খবর দেন। ঘটনাস্থলে এসে আমার ভাইয়ের লাশ শনাক্ত করি।’

রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, হৃদয় ও রিয়াজকে হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পেলে তাঁদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ছাড়া এ ঘটনায় মামলা হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত