হোম > সারা দেশ > পাবনা

মাদ্রাসাশিক্ষার্থীকে অপহরণের পর মুক্তিপণ দাবি, থানায় মামলা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

পাবনার চাটমোহরে এক মাদ্রাসাশিক্ষার্থী অপহরণের শিকার হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সেদিন রাতেই চাটমোহর থানায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে মামলা করেছেন।

অপহৃত শিক্ষার্থীর নাম রমজান আলী (১২)। সে উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল গ্রামের আকু মোল্লার ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র।

মামলা সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে রমজান আলী বাড়ি থেকে তার নানার বাড়ি আটঘরিয়া যাওয়ার জন্য বের হয়। কিন্তু সে আর নানার বাড়ি যায়নি, পথিমধ্যে অপহৃত হয়। বিকেলে অপহরণকারীরা রমজানের বাড়িতে ফোন করে মুক্তিপণ হিসেবে ৬০ হাজার টাকা দাবি করে। পরে আবার ১৫ হাজার টাকা দিলে ছেলেকে ছেড়ে দেবে বলে জানান মা ময়না খাতুন। পরে বিষয়টি পুলিশে জানানো হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। অপহরণকারীরা মাত্র ১৫ হাজার টাকা দাবি করেছে, বিষয়টি সন্দেহজনক। তারপরও পুলিশ অপহৃত মাদ্রাসাছাত্রকে উদ্ধার ও অপহরণকারীদের আটক করতে কাজ করছে।

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে