Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

তানোরে ফসলি জমির মাটি কাটায় জরিমানা

তানোর (রাজশাহী) প্রতিনিধি

তানোরে ফসলি জমির মাটি কাটায় জরিমানা

রাজশাহীর তানোরে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটায় দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তানোর পৌরশহরের বেলপুকুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, গোদাগাড়ী উপজেলার নাঈম ইসলাম (৩৩) এবং পবা উপজেলার আব্দুর রহিম (৩৬)। তাঁরা খননযন্ত্র ও ট্রাক্টরের চালক। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার বেলপুকুলিয়া গ্রামের কৃষিজমিতে খনন যন্ত্র দিয়ে একটি চক্র মাটি কেটে তা বিক্রি করে আসছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন থেকে মৌখিকভাবে তাদের অবৈধভাবে মাটি কাটতে নিষেধ করা হয়। 

তারপরও ওই চক্রের সদস্যরা গোপনে নিষেধাজ্ঞা অমান্য করে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কেটে তা বিক্রি করছিলেন। এমন খবরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হোসেন জানান, অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটায় বালু মহাল ও মাটি ব্যবস্থা আইন অনুযায়ী তাদের জরিমানা করা হয়। কৃষি জমিতে যেন কেউই অবৈধভাবে মাটি কাটতে না পারে সে জন্য এ অভিযান অব্যাহত রাখা হবে।

পদ্মা নদীতে গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মাইক্রোর ধাক্কায় ছিটকে পড়া স্বামী-স্ত্রী বাসচাপায় নিহত

সব সেবা বন্ধের হুঁশিয়ারি রামেকের চিকিৎসকদের

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

বগুড়ায় স্কুলছাত্রের লাশ পড়ে ছিল পুকুরপাড়ে, গলায় আঙুলের ছাপ

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

ছোটদের বিরুদ্ধে ব্যবস্থা, বড়রা নাগালের বাইরে

শিশুকে যৌন হয়রানি, জুতার মালা পরিয়ে ঘোরানো হলো অভিযুক্তকে

ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

স্কুলে বই বিতরণকালে দুপক্ষের সংঘর্ষ, খালি হাতে ফিরল শিক্ষার্থীরা