বগুড়া প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে পিকআপের ধাক্কায় মুসলিম উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ডের যাত্রীছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপসহ চালককে আটক করেছে স্থানীয় লোকজন।
নিহত মুসলিম উদ্দিন প্রামাণিক উপজেলার কালাই-চাপর এলাকার বাসিন্দা। আটক পিকআপচালক রাজু মিয়া (২৫) বগুড়া সদরের নওদাপাড়ার আব্দুস সালামের ছেলে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন আজম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৃদ্ধ মুসলিম উদ্দিন কুন্দারহাটে নামাজ শেষে বাড়ি ফেরার জন্য বাসস্ট্যান্ডে যাত্রীছাউনির সামনে বগুড়া-নাটোর মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় নাটোর থেকে বগুড়াগামী পিকআপ ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি আরও বলেন, এ সময় স্থানীয় লোকজন চালকসহ পিকআপটি (বগুড়া ন-১১-১৬৭৯) আটক করে। খবর পেয়ে পুলিশ গিয়ে চালক ও পিকআপটি হেফাজতে নেয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।