Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

পাটের গোডাউনে আগুন, পুড়েছে প্রায় দেড় হাজার মণ পাট

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

পাটের গোডাউনে আগুন, পুড়েছে প্রায় দেড় হাজার মণ পাট

নাটোরের বাগাতিপাড়ায় পাটের গোডাউনে আগুন লেগে প্রায় ১ হাজার ৪৫০ মণ পাট পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গোডাউনের মালিক ব্যবসায়ী আতিকুর রহমান।

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দিয়াড় মসুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোডাউনটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। আগুন দেখে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। গোডাউনটিতে অনেক পাট থাকায় আগুনের তীব্রতা বেশি ছিল বলে আগুন নেভাতে পারছিলেন না স্থানীয়রা। পরে নাটোর ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোডাউনে থাকা পাট ও টিন পুড়ে ছাই হয়ে যায়। 

ক্ষতিগ্রস্ত আতিকুর রহমান বলেন, ‘আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা বুঝতে পারছি না। পাট এবং গোডাউন মিলে আমার প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ 

এ বিষয়ে নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আক্তার হামিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, আগুন কীভাবে লেগেছে তা এখনো জানা যায়নি। তদন্তের পর বিষয়টি জানা যাবে।

‘ঢাবি আধিপত্যের’ প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর, বিএনপির ৪ নেতাকে শোকজ

বার কাউন্সিলের পরীক্ষার ফি কমানোর দাবি রাবি শিক্ষার্থীদের

পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো বিএনপি নেতার কৃষিযন্ত্র

প্রসবকালে মাথা বিচ্ছিন্ন হয়ে নবজাতকের মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ধামইরহাটে সরকারি জমির মাটি কাটায় জরিমানা

বগুড়ায় আ.লীগ নেতার বাড়িতে আগুন, নাশকতার অভিযোগ

রাজশাহীতে ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল কলেজছাত্রের

৭ মাস পর কলেজছাত্র আসিফের লাশ পেল পরিবার

জয়পুরহাটে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত