তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর তানোর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে ও পুকুরের পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ও আজ শুক্রবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শুক্রবার সকালে উপজেলার সাদিপুর এলাকায় বকুল হোসেন (১৬) নামে এক কিশোর পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে। বকুল হোসেন ওই এলাকার মৃত মোস্তফা আলীর ছেলে।
অপরদিকে বৃহস্পতিবার রাতে উপজেলার মুন্ডুমালা বাজার এলাকায় আবুল বাসার (৫৫) নামের এক ব্যক্তি নিজের মার্কেটে পানির পাম্প চালু করার সময় বিদ্যুতায়িত হয়ে মারা যান। আবুল বাসার মুন্ডুমালা গ্রামের মৃত ইউনুস আলী সরদারের ছেলে।
দুজনের প্রাণহানির ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে বলে জানান তিনি।