ভাঙ্গুরা (পাবনা) প্রতিনিধি
ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার রাত পৌনে দশটা থেকে ট্রেন চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বড়ালব্রিজ স্টেশনের বুকিং সহকারী শফিউল আলম।
এর আগে আজ বিকেল পৌনে ৪টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথে, পাবনার ভাঙ্গুরা উপজেলার বড়ালব্রিজ স্টেশনে মালবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগি দুটি সরিয়ে নিয়েছে।
শফিউল আলম বলেন, মালবাহী ট্রেনটি সিরাজগঞ্জ বাজার থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। উপজেলার বড়ালব্রিজ স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ করে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। পরে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি দুটি তোলার পর রাত ১০টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।