হোম > সারা দেশ > জয়পুরহাট

জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে মাদক মামলায় পলাশ হোসেন (৪৬) নামে একজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত। আজ সোমবার জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-৫ এর বিচারক আব্বাস উদ্দিন এ রায় দেন। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি জামিন নিয়ে পলাতক রয়েছেন। 

জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। 

মামলা সূত্রে জানা গেছে, গত ২০১২ সালের ১৫ মে বিকেলে পলাশ হোসেনের বাড়ির গোপন ঘরে তল্লাশি চালিয়ে ২৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে। ওই ঘটনায় আটাপাড়া বিওপির হাবিলদার রফিকুল ইসলাম বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা দায়ের করেন। 

এরপর আসামি আদালত থেকে জামিন নিয়ে পলিয়ে যান। পরবর্তীতে মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুল আউয়াল খাঁন বিগত ২০১৩ সালের ৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর দীর্ঘ শুনানি এবং যাবতীয় আইনগত প্রক্রিয়া শেষে আজ সোমবার এ রায় ঘোষণা করেন আদালত। 

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নৃপেন্দ্রনাথ মণ্ডল এবং উদয় সিং এপিপি। আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন শাহনুর রহমান শাহিন।

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত