হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে মেডিকেল টেকনোলজি ও ফার্মেসির শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা

ছয় দফা দাবিতে রাজশাহীতে বিক্ষোভ-সমাবেশ করেছেন মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকালে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালন করেন তারা।

দুপুর পর্যন্ত চলা এ কর্মসূচিতে রাজশাহীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিসহ (আইএইচটি) বিভিন্ন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।

বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে আয়োজিত এ সমাবেশ থেকে ছয় দফা দাবি জানানো হয়।

মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা

দাবিগুলো হলো—স্বতন্ত্র পরিদপ্তর গঠন করা, ডিপ্লোমাধারীদের দশম গ্রেড পদমর্যাদা প্রদান করা, গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদ সৃষ্টি, ঢাকা আইএইচটিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি হিসেবে নামকরণ করে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা; মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স প্রদান, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করার দাবি জানানো হয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, এসব দাবি আদায়ে সারা দেশে দফায় দফায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। গত ৪ নভেম্বর চট্টগ্রামে স্বাস্থ্য উপদেষ্টার কাছে তাদের ছয় দফা দাবি উপস্থাপন করা হয়েছে। একই দিন একটি প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে দাবি নিয়ে আলোচনা করেন। ৫ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা সভাও হয়। সভায় মহাপরিচালক দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।

কিন্তু পাঁচ দিন অতিবাহিত হলেও স্বাস্থ্য অধিদপ্তর দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। শিক্ষার্থীরা অতি দ্রুত তাদের দাবি বাস্তবায়নের দাবি জানান। তা না হলে দেশব্যাপী বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন