সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচিতে শওকত আলী তালুকদার নামের এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে আওয়ামী লীগ নেতা অক্ষত থাকলেও গুলিবিদ্ধ হয়েছেন আল-আমিন নামের এক কলেজছাত্র। গতকাল শুক্রবার মধ্যরাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের মকিমপুরে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আল-আমিনকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি স্থানীয় যমুনা ডিগ্রি কলেজের এইচএসসির শিক্ষার্থী।
বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল শুক্রবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের মকিমপুর বাজারে নিজ বাড়ির সামনে একটি দোকানে দাঁড়িয়ে ছিলেন রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শওকত আলী তালুকদার।
এ সময় অন্ধকারাচ্ছন্ন রাস্তা দিয়ে আসা তিন তরুণকে দেখে শওকত আলী দোকানে ঢুকে পড়েন। এ সময় ওই তিন তরুণ দোকানের সামনে থেকে শওকত আলীকে গুলি করে পালিয়ে যান। গুলিটি গিয়ে লাগে সেখানে উপস্থিত কলেজছাত্র আল-আমিনের পায়ে।
হাসপাতালে চিকিৎসাধীন কলেজছাত্র আল-আমিন বলেন, ‘রাতে দোকানের সামনে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। এ সময় কয়েকজন এসে গুলি করে। একটি গুলি আমার পায়ে লাগে। তবে অন্ধকার থাকায় কারা গুলি করেছে দেখতে পাইনি।’
এ বিষয়ে জানতে রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শওকত আলী তালুকদারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।