Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

স্কুলছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

স্কুলছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক 

রাজশাহীর পুঠিয়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে এক সহকারী শিক্ষক উধাও হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর মেয়ে নিখোঁজের এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই ছাত্রীর বাবা। গতকাল বুধবার রাতে তিনি এ জিডি করেন।  

বিষয়টি নিশ্চিত করেছেন স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি। তিনি বলেন, ‘বুধবার ওই শিক্ষক ও ছাত্রী বিদ্যালয়ে আসেন। কিন্তু তাঁরা আর বাড়ি ফেরেননি। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না আসায় উভয় পরিবারের লোকজন তাঁদের খোঁজ শুরু করেন। একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ আশা করা যায়নি। স্কুলের পক্ষ থেকে আমরা তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’

ওই ছাত্রীর বাবা জানান, প্রতিদিনের মতো বুধবার তাঁর মেয়ে স্কুলে যায়। তবে স্কুল শেষে আর আর বাড়ি ফেরেনি। তাকে খুঁজতে বের হন। এরপর তার সহপাঠীদের তথ্যমতে বুঝতে পারেন শিক্ষক তাঁর মেয়েকে নিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় তিনি লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়াদী হোসেন বলেন, ‘বুধবার রাতে ওই ছাত্রীর বাবা তাঁর মেয়ে নিখোঁজ হয়েছে মর্মে থানায় জিডি করেছেন। তবে ওই শিক্ষকের সঙ্গে সে চলে গেছে, এমন অভিযোগ তিনি করেননি। তবে আমরা প্রযুক্তির মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখছি।’

পাবনায় বালু লুটের অপরাধে ৩ জনের কারাদণ্ড

চাকরি স্থায়ীকরণের দাবিতে মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভ, রাবি উপাচার্য অবরুদ্ধ

ডোবার পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

স্নাতকের ফল প্রকাশের আগেই রাবিতে প্রথম শ্রেণির চাকরি, তদন্ত কমিটি

দুর্গম চরাঞ্চলে মিলল যুবলীগ নেতার অর্ধগলিত মরদেহ

শেরপুরে সড়কে ডাকাতির প্রস্তুতি, যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ১০

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

শেরপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালপুরে ইউপি সদস্যকে দুর্বৃত্তদের গুলি, অল্পের জন্য রক্ষা

রাবির ছাত্রী হলে আসন বণ্টনসহ নানা অনিয়ম নিরসনের দাবিতে অবস্থান, বিক্ষোভ