হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহসান হাবীব মারা গেছেন

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক মো. আহসান হাবীব মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল বুধবার রাত সাড়ে ৩টা দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি দুই ছেলে ও এক কন্যাসহ রেখে গেছেন।

অধ্যাপক আহসান হাবীব রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়ন বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর এবং হাইড্রোমেটালার্জিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৪ সালে রাবি ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন ও ২০০৬ সালে অধ্যাপক পদে উন্নীত হন। এ ছাড়া তিনি পলিমার ও টেক্সটাইল বিজ্ঞানে উচ্চতর গবেষণারত ছিলেন। অধ্যাপনা জীবনে তিনি বিভাগীয় সভাপতিসহ অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন। তাঁর কয়েকটি গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে।

এদিকে অধ্যাপকের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং সহউপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও সহউপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবীর গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা রাবিতে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল শিক্ষা ও গবেষণায় আহসান হাবীবের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার