নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
দুই দিন ধরে রাজশাহীতে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। এতে জবুথবু হয়ে পড়েছে পদ্মাপারের মানুষের জনজীবন। আগামীকাল শুক্রবার একই আবহাওয়া থাকতে পারে বলে আবহাওয়া কার্যালয় জানিয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর ৬টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটি রাজশাহীতে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল বুধবার জেলায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।
আবহাওয়া কার্যালয়ের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তা মৃদু শৈত্যপ্রবাহ। আর ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলো মাঝারি শৈত্যপ্রবাহ। এ ছাড়া ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসকে তীব্র এবং ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। এ অনুযায়ী দুই দিন ধরে রাজশাহীতে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ।
আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগের যশোর ও চুয়াডাঙ্গাসহ রাজশাহী এবং রংপুর বিভাগের ১৬ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হয়ে যাচ্ছে। আগামীকাল শুক্রবারও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।