হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

তাড়াশে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে যাত্রীবাহী বাস, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরও দুজন গুরুতর আহত হয়েছেন। 

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তাড়াশ-ভুঁইয়াগাতী আঞ্চলিক সড়কের ধাপের ব্রিজ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মোটরসাইকেল আরোহী বগুড়ার শেরপুর পৌর এলাকার অনীল চন্দ্রের ছেলে অসীম চন্দ্র (৩০)। এ ঘটনায় আহতরা হলেন তাড়াশ পৌর এলাকার রেকা আলীর ছেলে আফাল আহমেদ (২৮) ও খুঁটিগাছা গ্রামের দুলালের ছেলে কৃষ্ণ চন্দ্র (২৬)। 

স্থানীয়রা জানান, তাড়াশ থেকে সিরাজগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস ধাপের ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বাসটিকে ওভারটেকিং করার সময় মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী অসিম চন্দ্র (৩০) নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর দুজন গুরুতর অহত হন। 

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে দুজকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। ঘাতক বাস ও ট্রাককে আটক করার চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে। 

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের