নাটোরের বাগাতিপাড়ায় পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে চার জনকে আটক করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বাজিতপুর ও লোকমানপুর বাজারে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আজ শুক্রবার র্যাব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।
আটক ব্যক্তিরা হলেন, উপজেলার পুর্বস্বরাপপুর গ্রামের আইউব আলীর ছেলে জিয়াউর রহমান (৩৯), বাজিতপুর এলাকার জয়নাল আবেদিনের ছেলে জাহাঙ্গীর আলম (২৮) ও রুস্তম আলীর ছেলে উজ্জ্বল হোসেন (২৪) এবং পার্শ্ববর্তী লালপুর উপজেলার ইনছার আলীর ছেলে রাজিব হোসেন (২৮)।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও কোম্পানীর উপঅধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি দল উপজেলার বাজিতপুর ও লোকমানপুর বাজারে অভিযান চালায়। অভিযানে দুই দোকান থেকে চারজনকে আটক করা হয়। সেই সঙ্গে কম্পিউটারের সিপিইউ ৪ টি, হার্ডডিক্স ৭ টি, মনিটর ৪ টি, কি-বোর্ড ৩ টি, মাউস ৩টি ও ক্যাবল জব্দ করা হয়। আটক হওয়া আসামিদে বিরুদ্ধে বাগাতিপাড়া মডেল থানায় মামলা করা হয়েছে।