Ajker Patrika
হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ৩ ইমো হ্যাকার গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে ৩ ইমো হ্যাকার গ্রেপ্তার

রাজশাহীতে অভিযান চালিয়ে তিন ইমো হ্যাকারকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার ভোররাতে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব-৫। 

গ্রেপ্তার হওয়া তিনজন ইমো হ্যাকার হলেন নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া গ্রামের মৃত সামাদ বিশ্বাসের ছেলে শাকিব বিশ্বাস (১৯), হরিরামপুর গ্রামের আলম হোসেনের ছেলে মো.আলআমিন (২০) এবং মমিনপুর গ্রামের জাফর আলীর ছেলে মেহেদী আলী (২১)। 

র‍্যাব-৫ জানায়, নাটোর ক্যাম্পের একটি দল শনিবার দিবাগত মধ্যরাত থেকে রোববার ভোররাত পর্যন্ত রাজশাহী নগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ২১টি মোবাইল ফোন, ৪৯টি সিমকার্ড, চারটি মেমোরি কার্ড, দুটি ল্যাপটপ, একটি ক্যামেরা, একটি টেলিফোনসেট ও নগদ ৪৫ হাজার টাকা জব্দ করা হয়েছে। 

রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, অভিযানের সময় আরও তিনজন ইমো হ্যাকার পালিয়ে গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া তিনজন হ্যাকার জানিয়েছেন, তাঁরা দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ‘ইমো’ ব্যবহারকারীদের ইমো হ্যাক করতেন। পরে ভিকটিমের পরিচিতজনদের কাছ থেকে প্রতারণাপূর্বক বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নিতেন। এঁদের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে। 

পদ্মা নদীতে গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মাইক্রোর ধাক্কায় ছিটকে পড়া স্বামী-স্ত্রী বাসচাপায় নিহত

সব সেবা বন্ধের হুঁশিয়ারি রামেকের চিকিৎসকদের

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

বগুড়ায় স্কুলছাত্রের লাশ পড়ে ছিল পুকুরপাড়ে, গলায় আঙুলের ছাপ

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

ছোটদের বিরুদ্ধে ব্যবস্থা, বড়রা নাগালের বাইরে

শিশুকে যৌন হয়রানি, জুতার মালা পরিয়ে ঘোরানো হলো অভিযুক্তকে

ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

স্কুলে বই বিতরণকালে দুপক্ষের সংঘর্ষ, খালি হাতে ফিরল শিক্ষার্থীরা