হোম > সারা দেশ > রাজশাহী

পাবনায় পদ্মাকোল খাল দূষণমুক্ত করতে অভিযান শুরু

পাবনা প্রতিনিধি

পাবনা শহরের সাধুপাড়া এলাকায় পদ্মাকোল খাল দখলমুক্ত উদ্বোধন করেন জেলা প্রশাসক মফিজুল ইসলাম। পরে স্বেচ্ছাসেবীরা কাজ শুরু করেন। আজ শনিবার সকালে তোলা। ছবি: আজকের পত্রিকা

পাবনায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পদ্মাকোল খাল দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। আজ শনিবার সকালে পৌর এলাকার সাধুপাড়া ব্রিজের নিচে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম।

প্রভাবশালীদের অবৈধ দখলে পদ্মাকোল ও ইছামতী নদী দূষিত হয়ে নর্দমায় পরিণত হয়েছে। ব্যাহত হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা। এটি মশা-মাছির অভয়াশ্রমে পরিণত হয়েছে। খালটি দখল ও দূষণমুক্ত হলে উপকৃত হবেন পৌরবাসী। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় সাধুপাড়া থেকে অনন্ত এলাকা পর্যন্ত খালটি দখল ও দূষণমুক্ত করবে জেলা প্রশাসন। স্বেচ্ছাসেবামূলক এ কার্যক্রমে অংশগ্রহণ করে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ বিষয়ে জেলা প্রশাসক মফিজুল ইসলাম বলেন, ‘বর্তমান উপদেষ্টা পরিষদ থেকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, ৬৪ জেলার ৬৪টি খাল অবৈধ দখল ও দূষণমুক্ত করা হবে। এর ধারাবাহিকতায় রাজশাহী বিভাগের আটটি জেলার আট খাল চিহ্নিত করা হয়েছে। আমরা পাবনা জেলা শহরের সাধুপাড়ায় পদ্মাকোল খালটিকে চিহ্নিত করেছি। এটাকে অবৈধ দখল ও দূষণমুক্ত করব। সেই লক্ষ্যে বিভিন্ন দপ্তর ও সংস্থার সহযোগিতায় কাজ শুরু হয়েছে।’

পদ্মাকোল খাল দখল ও দূষণমুক্ত করতে কাজ শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহাঙ্গীর আলম, পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুধাংশু কুমার সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা প্রমুখ।

কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের কর্মী

বগুড়ায় ৬ জনকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

থমথমে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত, বিজিবি–বিএসএফের পতাকা বৈঠক

পাবিপ্রবির নতুন ট্রেজারার শামীম আহসান

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

রুয়েটের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে যুদ্ধ চলবে: ডা. শফিকুর রহমান

বগুড়ায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি নওগাঁয় গ্রেপ্তার

জামায়াতের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে অঝোরে কাঁদলেন শহীদ সাকিবের বাবা

সেকশন